চিলাহাটিগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ভেড়ামারা রেলওয়ে স্টেশন ছেড়ে গেল।
সময়ঃ ১২:৪৫ দুপুর
খুব শীঘ্রই রাজশাহী – চিলাহাটি – রাজশাহী মধ্যে চলাচল কারী আন্তঃনগর ৭৩৩/৭৩৪ তিতুমীর এক্সপ্রেস। ও ৭৩১/৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে এসি চেয়ার/এসি কেবিন সংযুক্ত করা হবে।
এর মধ্যে দিয়ে ট্রেন ২টি চালুর দীর্ঘ ৩৬ বছরের মধ্যে প্রথম এসি কোচের স্বাদ উপভোগ করতে পারবেন যাত্রীগণ।
ইতি মধ্যে ৮০৩/৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে এসি কেবিন সংযুক্ত করা হয়েছে।